তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক দেশের সকল কর্মকর্তা ও কর্মচারীদের ই ফালিং এবং ওয়েব পোর্টাল প্রশিক্ষণ দেয়া হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভিশন ২০২১ এবং ডিজিটাল সরকার ব্যবস্থা প্রণয়ণে এই প্রশিক্ষণ গুরত্বপুর্ণ ভূমিকা পালন করবে। রাষ্ট্রে সুশাসন সুনিশ্চিত করার জন্য। সমাজ থেকে দূর্নীতি কমানো জন্য, জনগনের দোড়গোড়ায় পৌছে দিতে এ প্রশিক্ষণ সবচেয়ে গুরুত্ব বহন করে। অধিদপ্তর থেকে এ প্রশিক্ষণের জন্য বাজেট প্রদান করা হয় এবং ২৫ জন করে এক একটি ব্যাচ করে প্রশিক্ষণ প্রদান করা হয়। এখানে হাতে কলমে বাস্তব প্রশিক্ষণ প্রদান করা হয়। তথ্য প্রযুক্তি অধিদপ্তর, এটুআই এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন দক্ষ কর্মকর্তাগণ এখানে প্রশিক্ষণ প্রদান করেন। তাই প্রশিক্ষণের ফলাফল সন্তোষজনক হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস