২০১৭-১৮ অর্থবছরে “সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন” শীর্ষক প্রকল্পের মাধ্যমে নতুন আরও ১৩ টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং শেখ রাসেল ডিজিটাল ক্লাশরুম স্থাপন কার্যক্রম চলমান রয়েছে। শেখ রাসেল ডিজিটাল ল্যাবে আইসিটি বেসিক প্রশিক্ষন কার্যক্রম চলছে। সরকারী দপ্তরে সুশাসন, জবাবদিহিতা এবং দুর্ণীতি দূর করার লক্ষ্যে সরকারী কর্মকর্তা কর্মচারীদের ই ফাইলিং প্রশিক্ষণ দেয়া হচ্ছে। জাতীয় তথ্য বাতায়ন নিয়মিত হালনাগাত করার জন্যে সরকারী দপ্তর সমুহের কর্মকর্তা কর্মচারীদেরকে ওয়েব পোর্টাল প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সরকারী বেসরকারী দপ্তর এবং সাধারন জনগনকে নিয়মিত আইসিটি পরামর্শ প্রদান করা হচ্ছে। বিভিন্ন আইসিটি ট্রাবলশ্যুটিং বিষয়ে পরামর্শ প্রদান করা হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস